1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সুন্দরবনে আবারো আগুন দাউ দাউ করে জ্বলছে ঃ নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস - দৈনিক আমার সময়

সুন্দরবনে আবারো আগুন দাউ দাউ করে জ্বলছে ঃ নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস

সিরাজুল ইসলাম , জেলা প্রতিনিধি সাতক্ষীরা ‌
    প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

আবারও আগুন লেগেছে বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবনে। আজ শনিবার সকালে বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ির আওতাধিন টেপারবিল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বনের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দাউ দাউ করে জ্বলছে আগুন। বনরক্ষী ও স্থানীয়রা নালা কেটে (ফায়ার লেন) আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছেন।
শরণখোলা উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকেল ৩টার দিকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এরপর মোংলা মোরেলগঞ্জ ও কচুয়া থেকেও ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিটকেও আগুন নেভাকে সুন্দরবনের উদ্যেশে রওনা দিয়েছে। তবে, এরিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) অগ্নিকান্ডের কারণ এবং কি পরিমান বনভূমিতে আগুন জ্বলছে তা নিশ্চিত করতে পারেনি সুন্দরবন বিভাগ।
সুন্দরবনে এর আগে ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের ‘লতিফের ছিলা’ এলাকায় আগুন লেগে ৭.৯৮ একর বনভূমির গাছপালা পুড়ে যায়। ওই আগুন নেভাতে বনবিভাগ, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ছাড়াও বিমান বাহিনীর হেলিকপ্টার অগুন নিয়ন্ত্রনে অংশ নেয়। ওই আগুনে বনভূমির ১১ লাখ ৫৮ হাজার ২৫০ টাকার ক্ষতি হয়। বন বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস মোবাইল ফোনে জানান, সকাল ৭টার দিকে কলমতেজী টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল নামক এলাকার বনের ওপর থেকে ধোয়ার কুন্ডুলী দেখতে পান বন সন্নিহিত গ্রামবাসীরা। পরে তারা বন অফিসে এসে এ খবর জানালে লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বনরক্ষীরা। বনের প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে রাখতে অগ্নিকান্ড এলাকায় নালা কাটা শুরু করেছে। যাতে বনের ব্যাপক এলাকায় আগুন ছড়াতে না পারে। অগ্নিকাণ্ডের স্থান বন অফিস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। কাছাকাছি কোথাও পানির কোন উৎস নেই। বনের মধ্যে কাছের খালের দূরত্বও ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে। জোয়ার হলে নৌপথে পাম্প মেশিন নিয়ে পানি দেওয়ার চেষ্টা করা হবে। শরণখোলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর তারা রওনা দিয়েছে। এরপর মোংলা, মোরেলগঞ্জ ও কচুয়া ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট আগুন নেভাবে সুন্দরবনের উদেশ্যে রওনা দিয়েছে। অগ্নিকান্ডের বিষয়টি বন বিভাগের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, শনিবার সকাল ৭টার দিকে সুন্দরবনের টেপারবিল এলাকার বনের ওপর থেকে ধোয়া উড়তে দেখে লোকজন তাকে জানায়। বিষয়টি তাৎক্ষনিকভাবে ধানসাগর স্টেশন কর্মকর্তাকে জানানো হয়।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম জানান, খবর পেয়ে বিকেল ৩টার দিকে তারা রওনা দিয়েছেন। এছাড়া মোরেলগঞ্জ, মোংলা ও কচুয়া থেকেও ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিটকেও খবর দেওয়া হয়েছে। এই তিনটি ইউনিটও আগুন নেভাতে ঘটনাস্থলের পথে রয়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জানান, সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চলছে। তাৎক্ষণিক এর বেশি জানাতে পারেননি তিনি। আমি ঘটনাস্থলে রওনা দিয়েছি। তথ্য প্রাপ্তিসাপেক্ষে বিস্তরিত জানাতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com