1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা কালীগঞ্জে একটি গাছে আমের ফলনের দৃশ্য - দৈনিক আমার সময়

সাতক্ষীরা কালীগঞ্জে একটি গাছে আমের ফলনের দৃশ্য

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
    প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে আমজাদ হোসেনের বাড়ির একটি গাছে ন্যাংড়া আমের বাম্পার ফলন হয়েছে। এ বিষয়ে তার বাড়িতে যেয়ে ‌জানতে চাইলে আমজাদ হোসেন বলেন প্রতিবছর এই গাছটিতে আমার ৭ থেকে ৯মন আম হয়ে থাকেন এ বছর তার চেয়ে বেশি ফলন হবে বলে মনে করছেন তিনি। তিনি আরো বলেন তাছাড়া তাকে গোপাল ভোগ গোবিন্দভোগ হিমসাগর আম রুপালি সহ বিভিন্ন জাতের আমগাছ লাগিয়েছেন প্রতিটি গাছে ভালো ফলন হয়েছে তার মধ্যে এই গাছটিতে এ বছর দেখছি বেপরোয়া ন্যাংড়া আম ফলন হয়েছে আল্লাহর রহমতে তিনি ‌মনে করছেনএই ন্যাংড়া গাছ থেকে এবার ১২ থেকে ১৫ মন আম পাব। একই এলাকার শওকাত হোসেন ৩৫ জিন্নাত আলী ৫৫ আব্দুল খালেক ৫৩ খাইরুল ইসলাম ৪২ আনোয়ার হোসেন ৫৩ মোকসেদ মোল্লা ৪০ সিদ্দিকুর রহমান ৩৫ মামুন অর রশিদ ৩৮ তাদের সাথে এই প্রতিবেদকের কথা হয় কৃষ্ণনগর বাজারে তারা জানান এবার প্রত্যেকের আমের ফসল ভালো হয়েছে আমের বাজার ভালো,,। তারা আরো জানান কৃষ্ণনগর বাজারে প্রতিদিন ভর সকালে আমের ‌পাইকারি বাজার বসে এখান থেকে আম কিনে সরাসরি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে পাইকাররা,,, সেখান থেকে একই উপজেলার মৌতলা বাজারে গিয়ে ‌দেখা যায় আম বেচাকেনার বিশাল আড়ত,,, আড়ৎদার আব্দুল হাকিম এই প্রতিপাদকে জানান প্রতিদিন এই মৌতলা বাজার থেকে ৫০ থেকে ৭০ মেট্রিক টন ‌ আম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিনে নিয়ে যাচ্ছে পাইকাররা, তিনি আরো বলেন আবার কিছুদিন পর এই এলাকায় যখন আম না থাকবে তখন রাজশাহী নাটোর থেকে বিভিন্ন জাতের আম এই বাজারে ব্যবসায়ীরা বিক্রি করতে নিয়ে আসবে ট্রাকে ট্রাকে, তবে সে সমস্ত আম সাতক্ষীরা আমের মত এত স্বাদে গন্ধে গুণগতমান ভালো নয় তারপরেও সাতক্ষীরা আম ‌ফুরিয়ে গেলে তখন মানুষের চাহিদা উত্তরবঙ্গের আমের দিকে থাকবে প্রতি ‌বছরও থাকে এবারও থাকবে।, মৌতলা বাজারে দেখা যায় হিমসাগর আম একটু ছোটটা ৪৫ থেকে ৫০ টাকা আর ভালো বড় সাইজের হিমসাগর আম ৫৫ টাকা থাকে ৬০ টাকা,,, আম বিক্রি করতে আসা আম চাষী ‌হেদায়েত আলি জানান তাদের বাড়ি থেকেও পাইকাররা গাছ থেকে আম নামিয়ে কিনে নিয়ে আসছে,,। বাগান থেকে ভালো ন্যাংড়া আম ৫৫ টাকা কেজি ধরে পাইকাররা নিজেরাই কিনে গাছ থেকে নামিয়ে ক্যারেট জাত করে গাড়িতে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছে। এ ছাড়া তিনি আরো জানান বড় বড় পাইকাররা আম কিনে বিদেশে রপ্তানি করছে,,, মৌতলা বাজারের আমের আরত ‌দার আব্দুল মালেক জানান আমরা যেটা লক্ষ্যমাত্রা ধরেছিলাম লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আম উৎপাদন হয়েছে সাতক্ষীরায় সেজন্য সাতক্ষীরা জেলার ছোট বড় আম চাষিরা খুব খুশি দামেও ভালো পাচ্ছে সাতক্ষীরার আমের চাহিদা বাইরের পাইকারদের কাছে অনেক বেশি সে কারণে আম বাজারে ‌আসার আগে পাইকাররা আম চাষীদের বাড়ি বাড়ি হেঁটে আম কিনছেন আবার অনেক ব্যবসায়ীরা বাগানো কিনছেন সেই বাগানের থেকে আম নামিয়ে নিয়ে যাচ্ছেন,,, আম চাষী ‌মোকসেদ আলী জানান সরকারের বা সাতক্ষীরা প্রশাসনের বেধে দেওয়া তারিখের সাথে এবার আম‌নামানোর গড়মিল হয়ে গেছে কারণ জেলা প্রশাসন আম নামানোর ‌যে সমস্ত তারিখ নির্ধারণ করেছিল তার এক সপ্তাহ ১০ দিন আগেই সেই সমস্ত আম গাছে পেকে আপন ইচ্ছায় পড়ে যাচ্ছে আবার এই সমস্ত আম গাছে গাছে পাখিরা খেয়ে যাচ্ছে। তিনি আরো জানান কি করব প্রশাসনের বাইরে তো কিছু করা যায় না প্রশাসনের বাইরে গিয়ে আম নামালে সেটাকে আবার কীটনাশক মিশানো আম বলে জরিমানা ও আম নষ্ট করে দিচ্ছে এ কারণে সাতক্ষীরার আম চাষিরা এবার আম নিয়ে মারাত্মক বিপাকে আছে,,। মৌতলা বাজারে আম বিক্রেতা শামসুর রহমান ৩৫ তিনি জানান সাতক্ষীরা জেলা প্রশাসন আম নামানোর সময়সীমা বেঁধে দিয়েছে এই সময়সীমা যদি প্রতিটা আমের ক্ষেত্রে এক সপ্তা এগিয়ে নিয়ে আসতো তাহলে সাতক্ষীরা আম চাষীদের এই ক্ষতি হতো না কারণ এবছর অত্যন্ত গরমের কারণে আগেভাগে গাছে আম পেকে গেছে কিন্তু জেলা প্রশাসন তো সেটা বুঝিনি প্রতিবছর জেলা প্রশাসনের নিয়ম অনুযায় এবারও সেভাবেই প্রজ্ঞাপন জারি করেছে,।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com