দাপুটে ব্যাটিংয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাবলীল খেলে স্রেফ ১০৯ বলেই গড়ে ফেলেছেন ১০০ রানের জুটি।
টেস্ট ক্রিকেটে সাকিব-মুশফিকের পঞ্চম শত রানের জুটি এটি। ৬৫ ইনিংসে একসঙ্গে ব্যাটিং করেছেন এই দুজন। পাঁচটি সেঞ্চুরি ছাড়াও ১৭ বার একসঙ্গে পঞ্চাশ রান যোগ করেছেন তারা।
এই সংস্করণে বাংলাদেশের হয়ে এত দিন ধরে পাঁচটি সেঞ্চুরি জুটি ছিল স্রেফ হাবিবুল বাশার ও জাভেদ ওমরের। তাদের পাশে বসলেন সাকিব-মুশফিক। ৩২ ইনিংসে পাঁচটি শত রানের জুটির পাশাপাশি পাঁচবার পঞ্চাশও ছাড়িয়েছেন বাশার-জাভেদ।
দিনের তৃতীয় ওভারে দলীয় ৪০ রানের সময় মুমিনুল হকের বিদায়ের পর শুরুতে কিছুটা সময় নেন সাকিব-মুশফিক। উইকেটে থিতু হয়ে খেলতে শুরু করেছেন একের পর এক শট। ওভারপ্রতি সাড়ে ৫ রানের ওপরে তুলছে এই জুটি।
শত রানের জুটিতে সাকিবের অবদান ৬৩ রান। স্রেফ ৪৫ বলে ক্যারিয়ারের ৩১তম ফিফটি করেন বাংলাদেশ অধিনায়ক। সাকিবের সঙ্গে জুটিতে মুশফিক করেছেন ৩৩ রান। তিনি খেলছেন ৩৪ রানে।
Leave a Reply