মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম’র (রেজি নং- ময়মন-০১২) ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি-২০২৩-২০২৫ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এম আইয়ুব আলী (এনটিভি) সভাপতি ও সাইফুল ইসলাম (নয়াদিগন্ত/মাইটিভি) সাধারণ সম্পাদক পদে পুন:নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার (২৪ মার্চ) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক/প্রধান নির্বাচন কমিশনার সাজ্জাতুল ইসলাম সাজ্জাত নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষনা করেন। কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি- সূপ্রিয় ধর বাচ্চু (আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক- আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর (দিনকাল/বাংলানিউজটুয়েন্টিফোর.কম) ও কোষাধ্যক্ষ- মোখলেছুর রহমান সবুজ (নয়াদিগন্ত)। এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি এম আব্দুল্লাহ ও মহাসচিব নূরুল আমিন রোকন, ময়মনসিংহ আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স রাকিবুল হাসানসহ সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন মতিউল আলম (মানবজমিন) ও আব্দুল কাইয়ুম (ময়মনসিংহলাইভডটকম)।
Leave a Reply