– রানা বর্তমান
সাহিত্যিক ও নির্মাতা
আমার বাস্তবতা যদি বলি! তুমি কি শুনবে!
আবেগগুলো বলি যদি কবিতায়, তুমি পড়বে!
তোমাকে চাই লেখি যদি পত্রিকায়, তুমি দেখবে!
যদি বলি গদ্যে কিংবা উপন্যাসে!
যদি বলি নাটক কিংবা সিনেমাতে। তুমি কি সময় করে দেখবে!!
ভালবাসি তোমায় বলি যদি রাজপথে, করি যদি মিছিল।
তোমাকে চাই যদি বলি সংসদে। তোমার জন্য এমপি মন্ত্রীর সঙ্গে তুমুল করবো তর্ক।
একবার যদি বলো ভালবাসো আমায়, সমস্ত পৃথিবীটা কিনে দিব তোমায়।
Leave a Reply