1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরে ইউপি সদস্যর দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে মানববন্ধন  - দৈনিক আমার সময়

শ্রীপুরে ইউপি সদস্যর দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ড বাপ্তা গ্রামের ইউপি সদস্য সাইদুল হক খোকনের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে মানববন্ধন করেছে ঐ গ্রামের স্থানীয় সাধারণ জনগণ। মঙ্গলবার ১৩ মে শ্রীপুর উপজেলার কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা জানান,ইউনিয়ন পরিষদের ১% রাস্তার কাজে চলছে ব্যাপক অনিয়ম। নিম্ন মানের ইটা বালি দিয়ে চলছে রাস্তার কাজ।শুধু তাই নয় সাধারণ মানুষের জোত জমির উপরে থাকা সীমানার গাছ কেটে রাস্তা তৈরি করে, সেই রাস্তার মাটি ভরাট করতে বাধ্য করা হয়েছে স্থানীয়দের।রাস্তা নির্মানের সময় রাস্তার পাশে থাকা কৃষি জমিতে পানি সেচের ড্রেন বন্ধ করে দিয়ে রাস্তা নির্মান করেন সাইদুল হক খোকন। এর ফলে কৃষি জমিতে সেচ বন্ধ হয়ে যায় এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হোন ঐ এলাকার কৃষকেরা।এমনটাই অভিযোগ করেছেন ০৮ নং ওয়ার্ড মেম্বার সাইদুল হক খোকনের বিরুদ্ধে। ঠিকাদার প্রতিষ্ঠানটির একক মালিকানা মেম্বার নিজে হওয়ায় দীর্ঘ দিন ধরে রাস্তার কাজে চালিয়ে যাচ্ছে ব্যাপক অনিয়ম। ব্যাবহার হচ্ছে নিম্নমানের মালামাল ফলে স্থায়ীত্বহীন হয়ে পড়েছে এসব রাস্তা।উপজেলার বাপ্তা গ্রামের মতিন মেম্বারের বাড়ি হইতে হিংরাটেক অভিমুখী ইটের সলিং রাস্তার সেশন ১এর ২০২৪-২৫অর্থবছরের বরাদ্দকৃত ৪ লাখ ২৫ হাজার টাকার মোট ৫৬৪.১৬ফুট কাজ পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস প্রমেল এন্টারপ্রাইজ। এই কাজের সভাপতি দ্বিতীয় পালন করেন ০৮ নং ইউপি মেম্বার সাইদুল হক খোকন। অপরদিকে একই রাস্তা সংরক্ষিত ৭,৮,৯ মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার নিশি সভাপতিত্বে সেশন ২ এর বরাদ্দকৃত মোট ৩ লাখ ২৫ হাজার টাকার মোট ৪২৯.৬৮ ফুট রাস্তার কাজ হয়।যা একই ঠিকাদার মের্সাস প্রমেল এন্টারপ্রাইজেন মাধ্যমে কাজ হয়।রাস্তা নির্মানের কাজের নানা অনিয়মের বিষয়ে স্থানীয়রা মেম্বারকে জানালে কোন সুফল পায়নি তারা।উল্টো মেম্বার কৃর্তক হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করছেন ঐ এলাকার জনগণ। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে গণসাক্ষররিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা প্রশাসনের কাছে এলাকাবাসী।তাদের দাবি এই দুর্নীতিবাজ মেম্বারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাস্তার অনিয়মের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com