1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
শীতমৌসুমে কুতুবদিয়ার তরমুজ চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে - দৈনিক আমার সময়

শীতমৌসুমে কুতুবদিয়ার তরমুজ চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
কুতুবদিয়ার তরমুজ পাওয়া যাচ্ছে সারা বছর ধরে নানাভাবে রয়েছে সুখ্যাতি কক্সবাজারের দক্ষিণের উপজেলা কুতুবদিয়ায় এবারে শীতকালীন তরমুজ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বৃষ্টিপাত কম হওয়ায় এবার ফলনও ভাল হয়েছে। বেশি দামে জমিতেই তরমুজ বিক্রি করতে পারায় কৃষকরাও বেজায় খুশী। কুতুবদিয়ার উৎপাদিত তরমুজ এলাকার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের পুতিন্যার পাড়া ও বায়ু বিদ্যুৎ এলাকায় প্রায় ১৫ হেক্টর জমিতে শীতকালীন তরমুজ চাষ করা হয়েছে। আগাম ফলন ভালো হওয়ায় দামও বেশি পাচ্ছেন চাষীরা।
চাষী শামশুল আলম জানান, আবহাওয়া ভালো থাকায় গত ছয় মাসে ৬০ হাজার টাকার পুঁজিতে ৪লাখ টাকার তরমুজ বিক্রি করা হয়েছে।
কুতুবদিয়ায় ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণ করেছে এই সুস্বাদু রসালু মিষ্টি ফল তরজুম। তাঁরা সদলবলে ছুটে যান তরমুজ ক্ষেতে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কুতুবদিয়ার তরমুজের সুখ্যাতি।
স্থানীয়রা জানান, দাম একটু বেশি হলেও তরমুজ গুণগত মানে মিষ্টি হওয়ায় চাহিদাও রয়েছে ভাল। শীতকালীন তরমুজ খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, কুতুবদিয়া সমুদ্র বেষ্টিত উপজেলা। এখানে শুষ্ক জলবায়ুর প্রভাব থাকায় পরিপূর্ণ সূর্যাআলো পাওয়ায় কুতুবদিয়ায় শীতকালে তরমুজ চাষ ভাল হয়।
শীতকালীন তরমুজ চাষের উপর গুরুত্ব দিয়ে তা ব্যাপক সম্প্রসারনের জন্য আহবান জানান স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com