মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মো. জামাল উদ্দিনকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বুধবার (১০ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।
গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামের ফজলুর রহমান, সজীব মিয়া ও উজ্জ্বল।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গতকাল মঙ্গলবার গ্রেপ্তাররা শিক্ষক মো. জামাল উদ্দিনকে স্কুলে যাওয়ার পথে হিজলাইন এলাকায় কুপিয়ে জখম করে। তার পকেটে থাকা নগদ টাকা নিয়ে যায় ও মোটরসাইকেল ভাংচুর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি প্লাটিনাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, আজ বিকাল ৫টার দিকে আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply