লক্ষ্মীপুর জেলার কমলনগরে রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠান ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সন্মুখে স্থাপিত ৮টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান এ আদালত।
এ সময় ৬টি ডায়াগনস্টিককে মোট এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
কমলনগর উপজেলার করইতলা বাজারের লাইফ লাইন (প্রাইভেট) হাসপাতাল ১০ হাজার টাকা, ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, দেশ মা মাটি মেডিকেল সেন্টার-১০ হাজার টাকা ,নিউ উপকুল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, উপকুল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এ ছাড়া আর দুটো ল্যাবের কাগজ পত্র হালফিল থাকায় তাদের কোন জরিমানা হয় নাই।
গত বুধবার কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিট্রেট আরাফাত হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন নানাবিধ অনিয়ম ও নির্ধারিত শর্ত লংঘন করায় ল্যাবগুলোকে শাস্তিমূলক অর্থদন্ড দিয়ে থাকেন।
তিনি জানান, কমলনগরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্হিত ছিলেন – কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সব্য সাচী নাথ, স্যানেটারি পরিদর্শক রিয়াজ হোসাইন, পুলিশ সদস্য ও সাংবাদিকগণ।
Leave a Reply