শুভ বসাক, ময়মনসিংহ :
সামনে এএসসি পরিক্ষা শুরু হতে যাচ্ছে। কাজেই অযথা ঘোরাঘুরি না করে সকল শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে। তবেই পরিবার ও প্রতিষ্ঠানের মান-সম্মান বজায় থাকবে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলমের সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, মুকুল ফৌজের সভাপতি অরবিন্দ সরকার জীবন, ম্যানিজিং কমিটির সদস্য অমল চন্দ্র সরকার, বিদায়ী শিক্ষার্থীদের মাঝে মিনি আক্তার ও অবোজ্ঞ চক্রবর্তীসহ প্রমূখ। আলোচনা শেষে মুকল নিকেতন ও মুকুল ফৌজের রেক্টর প্রয়াত আমির আহমেদ চৌধুরী রতন ও বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কবরখানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ও মুকুল ফৌজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।
Leave a Reply