দু’ ধারে ঘন সবুজ গাছের সারি
তারি মাঝে রেলপথ দিয়েছে পাড়ি
যেন নিজ পায় হেঁটে স্বমহিমায়
কত! শহর ও গ্রাম পেরিয়ে যায়।
পাথরের ভিত দেহে ; সে গেছে ছুটে
দিবা-নিশি নির্ঘুম ; বোঝা দু’ কাঁধে
যেতে হবে বহু দূরে নামিবে রাত্রি
বুক ভরা বল তার ভয় নেই রত্তি।
গগণের শশীটায় তাকিয়ে বলে
মিটমিট জ্যোতি দিয়ে দিবোকি ভরে ?
রেলপথ হেসে বলে; না ভাই ওরে
যেতে পারি নিজে আমি শতকাল ধরে।
মুহম্মদ শাহাদাত হোসেন( ফিরোজ)
প্রধান সহকারী,প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তর
বাংলাদেশ রেলওয়ে,পাহাড়তলী,চট্টগ্রাম।
Leave a Reply