টাঙ্গাইলে বৈল্ল্যা রহমানিয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ বৃত্তিপ্রদান অনুষ্ঠান গত ১৮ মার্চ শনিবার বিকেলে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহমুদা আক্তার জেবু। রহমানিয়া প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক এম.এ রহমান (রানা) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আলী রেজা, ডাঃ আব্দুল হালিম, টাঙ্গাইলের বহুল প্রচারিত সংবাদপত্র দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের স্টাফ রিপোর্টের সাংবাদিক মাহবুবুর রহমান ডিপটি, মেডিক্যাল এসিস্ট্যান্ট মোঃ সাইদুর রহমান লাভলু, ব্যবসায়ী মোঃ মাসুদ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন রহমানিয়া প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ লুৎফা আক্তার। ক্রীড়া প্রতিযোগিতায় ”ক” গ্রুপ হতে ”ছ” গ্রুপ পর্যন্ত মোট ৪২টি ইভেন্টে ১২৬ জনকে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিগত ২০১৮ – ১৯ সালের প্লে গ্রুপ হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে সাপ্তাহিক ইনতিজার এবং টাঙ্গাইল জেলা কিন্ডারগার্টেন ফোরামের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরন করা হয়।
শেষে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply