জামালপুরের ইসলামপুরে দূর্গম যমুনার চরে অভিযান চালিয়ে ১০ জন জুয়ারিকে আটক করেছে পুলিশ। উপজেলার সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গতকাল সোমবার রাতে এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দূর্গম চরে এ অভিযান পরিচালনা করা হয়।
অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জানান,জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ সার্বিক নির্দেশনায় উপজেলাকে জুয়া মুক্ত করা ও অপরাধ দমনে ওই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply