ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইল খেলায় সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড ফুটবল দল ট্রাইবেকারে ১-০ গোলে ২০ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার (৩ মে) নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির ১নং সদস্য এনামুল হক আকন্দ লিটনের সার্বিক তত্বাবধানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকার পুরষ্কার হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও মহানগর বিএনপির জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটি উপভোগ করতে মাঠের কানায় কানায় দর্শক ছিলো পরিপূর্ণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিএনপি নেতা ও জিলা মটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন, মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোজাম্মেল টুটু, মহানগর ছাত্রদলের সভাপতি গৌবিন্দ রায়, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আল-আমিন, মহানগর যুগ্ন আহবায়ক মিনহাজুল ইসলাম রাসুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্রীড়ামোদি ব্যক্তিবর্গ, দর্শকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। উল্লেখ্য, গত ১৫ মে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সার্বিক তত্বাবধানে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা এ্যাডহক কমিটির ১ নং সদস্য এনামুল হক আকন্দ লিটনের সার্বিক তত্বাবধানে টুর্নামেন্ট ৪৪টি দল অংশগ্রহণ করে।
Leave a Reply