মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবির পরিদর্শক আবুল কালাম।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিত্তা গ্রামের রবি মন্ডলের ছেলে সজিব মন্ডল (২৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযানে ডিবির এসআই মোঃ আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সিংগাইর বাসস্ট্যান্ড থেকে চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এসময় তার নিকট থেকে ১০ (দশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিংগাইর থানায় ০১টি মামলা করা হয়েছে।
Leave a Reply