সায়েম খান, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলার মাধ্যমিক বিদ্যালয় সরকারি, এমপিওভুক্ত ও সমমানের সরকারি মাদ্রাসাসমূহের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করেছে জেলা পরিসংখ্যান কার্যালয়।
আজ রবিবার (২৬ মার্চ) সকাল ১১ টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই ট্যাবলেট বিতরণ করা হয়।
জেলার সদর উপজেলার ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৩৭ টি কৃতী শিক্ষার্থীর হাতে এই ট্যাবলেট উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
২০২১ সালের জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ক্রয় করা ট্যাবলেটগুলোর মধ্যে প্রয়োজনের অতিরিক্তগুলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে বিতরণ করা হয়।
এ উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী আফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মিনার উদ্দীন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা।
Leave a Reply