নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এ গণপরিবহনে চাঁদাবাজি কালে তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সোনারগাঁও উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) টিআই মো. ইব্রাহিম।
গ্রেফতাকৃতরা হলেন সোহাগ (২০), সুজন (২১) ও জনি (২৩)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন গণপরিবহন থেকে চাঁদাবাজির নগদ ১৫৯০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা)
টিআই মো. ইব্রাহিম জানান, চাঁদাবাজিকালে হাতে নাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
Leave a Reply