1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
মসিকের পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় বদলে যাচ্ছে নগরী - দৈনিক আমার সময়

মসিকের পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় বদলে যাচ্ছে নগরী

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মাণে পরিচ্ছন্ন নগর গড়তে নগরীর ৩৩টি ওয়ার্ডে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।উন্নত পয়:নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পাল্টে যাচ্ছে ওয়ার্ডবাসীর জীবনমান।ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোহাব্বত আলীর তত্ত্বাবধানে পরিচ্ছন্ন নগরী বিনির্মাণে খাল, ড্রেন ও অপ্রয়োজনীয় বিভিন্ন বর্জ্য নিরসনে কাজ করছে মসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।এছাড়াও মেডিকেল বর্জ্য ও বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক কিছু কার্যক্রম গ্রহণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।নতুন পদ্ধতির অংশ হিসেবে ডাম্পিং স্টেশনে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার একটি ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।গত ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার দুপুরে নগরীর শম্ভুগঞ্জ চরঈশ্বরদিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু এবং ময়মনসিংহ সিটির বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে ক্লিন সিটি ময়মনসিংহ নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেন মেয়র।ক্লিন সিটি ময়মনসিংহ মসিকের ১, ২, ৩, ৫, ৭, ৮, ৯,১০, ১৩, ১৪, ১৬, ১৭ এবং ১৯নং ওয়ার্ডের বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য চুক্তিবদ্ধ হয়। অপরদিকে ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য প্রিজম ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেডের সাথেও চুক্তি স্বাক্ষর করেন মেয়র। স্বাক্ষরিত চুক্তি মোতাবেক ডাম্পিং স্টেশনে সিটি কর্পোরেশনের এক একর জায়গায় প্ল্যান্ট স্থাপন করতে কাজ করছে প্রিজম ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড।এ প্রতিষ্ঠান সিটি এলাকায় অবস্থিত প্রায় ২৫০ টি হাসপাতাল ও ক্লিনিক থেকে ক্যাটাগরি ভিত্তিক বর্জ্য সংগ্রহ করে তার ব্যবস্থাপনা করবে বলে জানা যায়।এদিকে, প্রতিদিনের ন্যায় গত ৬ জুন নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনের বেলায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার দায়ে সিসি টিভির ফুটেজ দেখে বাসা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন মামলায় অর্থ দন্ডে জরিমান করেন মসিকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান।অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাব্বত আলী, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর, মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য পুলিশ প্রশাসন।যত্রতত্র ময়লা ফেলা ও ফুটপাত দখলমুক্তকরণে মসিকের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে প্রতিনিয়ত প্রচার করা হচ্ছে যে, আপনার অব্যহৃত জিনিসপত্র ও বাসাবাড়ির বর্জ্য দিনের বেলায় যত্রতত্র না ফেলে প্রতিদিন সন্ধ্যা ০৬ টা থেকে রাত ১০ টা মধ্যে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মাণে কাজ করছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া এ লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।মাননীয় প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ১২২ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এছাড়াও বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে ক্লিন সিটি ময়মনসিংহ নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।এসব প্রকল্প বাস্তবায়ন হলে ময়মনসিংহ সিটির বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন ময়মনসিংহ নির্মাণের পথ প্রশস্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com