ময়মনসিংহে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আবারও জেলায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার (১৪ মে) ময়মনসিংহ পুলিশ লাইন্স ড্রিল শেডে এপ্রিল/২০২৪ মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তাকে জেলায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে পুরস্কৃত করে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার প্রদান করেন। এ বিষয়ে পুরস্কার প্রাপ্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) অফিসার আনোয়ার হোসেন বলেন,কোতোয়ালী মডেল থানার ওসি মহোদয় এবং আমার সহকর্মীদের সহায়তার কারণে আমি জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত হয়েছি।পাশাপাশি তিনি উর্ধ্বতন কর্মকর্তা এবং তার সহকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামী দিনেও একইভাবে সকল কাজে সকলের সহযোগিতার মনোভাব পোষণ করেছেন।
Leave a Reply