শুভ বসাক, ময়মনসিংহ :
ময়মনসিংহে ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৭ মার্চ সকাল ১১ টায় মিজবাউল ইসলাম
হালুয়াঘাটের নাগলা বাজার থেকে মাহিন্দ্রা গাড়িযোগে ধারাবাজার রুপালী ব্যাংকে ১২ লাখ টাকা জমা দেয়ার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে বীরগুছিনা গড়পাড়া এলাকায় পৌঁছালে ৬/৭ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গাড়ি থামিয়ে চারপাশ ঘেরাও করে ধরে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে চটের ব্যাগে থাকা ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় ব্যবসায়ী মো. মোস্তফা কামাল বাদী হয়ে হালুয়াঘাট থানায় ডাকাতির অভিযোগে মামলা দায়ের করে। এরপরই পুলিশ ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে এবং তাদের কাজ থেকে ১২ লাখ টাকার মধ্যে ৫ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। এছাড়াও আসামিদের কাছ থেকে একটি পালসার মোটরসাইকেল দুটি মোবাইল ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে। আসামিদের আদালতে হাজির করা হলে ডাকাতির সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান খানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
Leave a Reply