মহান মে দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ মে) সকাল সাড়ে ৯ টায় মহান মে দিবস উপলক্ষ্যে নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা প্রশাসক।
পরবর্তীতে ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলনকক্ষে মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মোস্তাফিজার রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, আলোচনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কান্তি চক্রবর্তী, আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মাহফুজুল আলম মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), মো: মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম,ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
Leave a Reply