1. : admin :
ময়মনসিংহে দরিদ্র কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ - দৈনিক আমার সময়

ময়মনসিংহে দরিদ্র কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩
ময়মনসিংহে চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও নানা কারণে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে অনেক দরিদ্র  কৃষক তাদের জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না। এ অবস্থায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায়
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটুর তত্ত্বাবধানে ময়মনসিংহের চরাঞ্চলে দরিদ্র বর্গাচাষি রুস্তম আলীর ধান কেটে ঘরে তুলে দিয়েছেন বলে জানান মহানগর ছাত্রলীগ নেতা মোঃ তানভীর আহমেদ। তিনি আরো বলেন, মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের ধান কেটে দিয়ে সহায়তা করেছি। শ্রমিক সংকটের কারণে যে সকল দরিদ্র কৃষকরা জমির ধান কাটতে পারছে না, তাদের ধান কাটাসহ বাড়িতে পৌঁছানোর কাজে মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। পুরো বোরো মৌসুম জুরে আমাদের এই কর্মসূচীর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।কৃষক রুস্তম আলী বলেন, বলেন, শ্রমিক সংকট ও মুজুরি বৃদ্ধি হওয়ার কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। এ কারণে জমিতে নষ্ট হচ্ছিলো পাকা ধান। ছাত্রলীগের ছেলেরা আমার ধান কেটে সাহায্য করেছে আমি খুবই খুশি।এ সময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগ নেতা নাহিদ, সামি, অনময়, ইমন, নিলয়, মোসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com