প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহে এক কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিয়েছে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ড এলাকার দরিদ্র কৃষক রফিক মিয়ার জমির ধান কেটে দেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।এ সময় মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি, যুগ্ন আহবায়ক তাফসীর আলম রাহাত, যুগ্ন আহবায়ক মোঃ শাহিন আলম, যুগ্ন আহবায়ক মজিদুর রহমান আকাশসহ মহানগর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।দরিদ্র কৃষক রফিক মিয়া বলেন, ছাত্রলীগের ছেলেরা অনেক উপকার করলো আমার। ধান কাটা খুব জরুরী হয়ে পড়েছিলো। দল বেধেঁ আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় তারা। ধান কাটতে অনেক টাকা লাগবো সেটি বেঁচে গেল।মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাই ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু ভাইয়ের নির্দেশনায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে দেয়ার উদ্যোগ নেই। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডের দরিদ্র কৃষক রফিক মিয়ার এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেই।
Leave a Reply