শুভ বসাক, ময়মনসিংহ :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন রাঘবপুর এলাকা হইতে চুরি মামলার আসামী আঃ মালেক ওরফে সুমন মালেক (৩২), পিতা- মৃত আব্দুস সাত্তার ওরফে আবুল কালাম, সাং-চরকান্দী, থানা- ইন্দুরকানী, জেলা- পিরোজপুর, সাজ্জাদুল ইসলাম সজিব (২৯), পিতা- ইউনুছ আলী, সাং- শেহড়া ধুপাখলা, (শেহড়া ঢাকা রোড), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ, ও মোছাঃ বিউটি (৪৮), স্বামী- হাবিবুর রহমান, পিতা- মৃত সাত্তার, মাতা- মৃত পরী, সাং- মল্লিকপুর, থানা-নলছিটি, জেলা-ঝালকাটি গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ০১টি পুরাতন তিনচাকা বিশিষ্ট ব্যাটারী চালিত মিশুক অটোগাড়ী, যাহার রং- সবুজ এবং ব্যাটারী সংযুক্ত এবং ০১টি পুরাতন তিনচাকা বিশিষ্ট ব্যাটারী চালিত মিশুক অটোগাড়ী, যাহার রং- সবুজ এবং ব্যাটারী সংযুক্ত, বডিতে ইংরেজীতে AL MODINA সহ লেলিন ট্রেড ইন্টারন্যাশনাল লেখা আছে। গাড়ী দুইটির চোরাই মূল্য অনুমান ১,৬০,০০০/-(এক লক্ষ ষাট হাজার)টাকা উদ্ধার করা হয়।এসআই (নিঃ) সাইদুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পুলিশ লাইন মোড় হইতে মারামারি মামলার আসামী পাপ্পু মিয়া(২৬), পিতা-বাবুল মিয়া, সাং-কাটাখালী সাহেব কোয়াটার, দূর্গা মন্দিরের সাথে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।এসআই (নিঃ) রুবেল মিয়া এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন গাঙ্গীনারপাড় এলাকা হইতে প্রতারনা মামলার আসামী মোঃ এমদাদুল হক (৪৩), পিতামৃত-আঃ কুদ্দুছ, সাং-ফতেপুর, থানা-তারাকান্দা জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।এসআই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী রেলওয়ে কলোনীস্থ ধৃত আসামী আঃ রউফ এর বসত ঘরে হইতে অন্যান্য মামলার আসামী আঃ রউফ (৫৮), পিতামৃত-হাতেম আলী মন্ডল, সাং-কেওয়াটখালী রেলওয়ে কোয়াটার, মোঃ নূর হোসেন (৫২), পিতামৃত-জাইমত আলী, মোঃ সুমন (২৭), পিতা-মোঃ ইদ্রিস আলী, মোঃ আবুল কালাম (৪৫), পিতা-মোঃ গোলাম হোসেন, সর্ব সাং-কেওয়াটখালী মড়লপাড়া, ও বিপুল দত্ত (৩২), পিতা-নারায়ন দত্ত, সাং-নওমহল বড় মসজিদের সামনে, কবির সাহেবোর বাসার ভাড়াটিয়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহগনদের গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) দিদার আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে অন্যান্য মামলার আসামী আকবর (২৫), পিতা-ইউসুফ আলী, সাং-চরপাড়া থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।ইহা ছাড়াও এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর, এএসআই(নিঃ)মাহমুদুল হাসান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪টি জিআর বডি তামিল করেন।জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৪ জন গ্রেফতার হয়। তারা হলেন মোঃ আবুল কালাম (৪৩), পিতামৃত-আলী আকবর, সাং-বাড়েরার পাড়া (এসহাক সরকারের বাড়ীর পাশে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, মোঃ বাবুল মিয়া, পিতামৃত-নুর মোহাম্মদ হাওলাদার, সাং-হোল্ডিং নং-০৭, আকুয়া উত্তরপাড়া, ভাঙ্গাপুল, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, সোহেল, পিতা-ওয়াহেদ আলী ওরফে তাহিদ, সাং-নাসিরাবাদ কলেজ রোড (চুকাইতলা), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ও মোঃ বাবুল, পিতা-রুস্তম আলী, সাং-আকুয়া মাদরাসা কোয়াটার থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
Leave a Reply