স্বপ্নগুলোকে হাঁটিয়ে হাঁটিয়ে,
এনেছি মগবাজার মোর।
ব্যার্থতা বন্ধক রেখে,
চা সিগারেট আড্ডায় বিভোর।
মগবাজার এমনই একটি দেশ,
বাহ্যিকটা তার বেশ।
যোগ্যতায় যেমনই হোক,
কথার কাটেনা তার রেশ।
এখানে শোকের জামা বিক্রি হয়,
আশেপাশে গন্ধহীন শুকনো ফুল।
শেক্সপিয়ার কিংবা সত্যজিৎ নেই,
বেকার অন্যের সমালোচনায় ব্যাকুল।
Leave a Reply