ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭২ কেজি গাঁজা ও ৩শ ৭৫পিস ইয়াবা’সহ মোঃ কানু মিয়া (৩১) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার (১০ মে) রাতে উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলার (মহরম পাড়ায়) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে বিজয়নগর উপজেলার চান্দুরা আলাদাউদপুর গ্রামের মোঃ আব্দুর রহমান কাদের মিয়ার ছেলে। এ সময় মাদক বহনকারী একটি সিএনজিও আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
Leave a Reply