হবিগঞ্জের বানিয়াচংয়ে ইয়াবার ডিলার সালেহকে ইয়াবাসহ ৩য় বারের মত গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। সূত্রে জানা যায় যে,গত ২৮ মে বুধবার বিকাল ২ টায় উপজেলা সদরের ৩ নং ইউপির দোয়াখানী গ্রামের মৃত রেশম উল্লাহর পুত্র সালেক মিয়া( ৪২) কে বানিয়াচং থানা পুলিশ গ্যানিংগঞ্জ বাজার সিএনজি স্টেশন থেকে বানিয়াচং থানা পুলিশের এসআই কামালের নেতৃত্বে একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে তাকে আটক করা করেছে। এসময় তার নিকট থেকে ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একটি সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৩ আগষ্ট গভীর রাতে সালেহের বাড়িতে বানিয়াচং থানা পুলিশের ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে হানা দিলে সালেহ পালিয়ে যায় এসময় তারস্ত্রী সাজিরুন আক্তার (৩৫)কে ৪শত ৯৬ ইয়াবাসহ আটক করে। ৪দিন পর স্বামী সালেহকে ৮ আগষ্ট জনাব আলী কলেজ এর পিছনের রাস্তায় ইয়াবা বিক্রি কালে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাতে-নাতে সালেহকে আটক করে। গত ১৮ সালের ২৩ মে বানিয়াচং থানা পুলিশের ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে সালেহের বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে তাকে আটক করেছে।গত বুধবার তাকে ৩য় বারের মত ইয়াবাসহ সালেহকে পুলিশ আটক করেছে।
সালেহের আরেক আত্মীয় আনোয়ার নামে তার গাড়ি দিয়ে বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে।
Leave a Reply