1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাগাতিপাড়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত - দৈনিক আমার সময়

বাগাতিপাড়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রিয়াজুল ইসলাম রিয়াজ,নাটোর
    প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

দিবসটির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান, বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক আরিফুল ইসলাম তপু,দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার ফজলুর রহমান,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার এ.কে.এম রুহুল আমিন ভুইয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com