বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীসহ এ পর্যন্ত ১৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির। তিনি জানান, এখন পর্যন্ত মেয়র পদে ৬ জন প্রার্থী, কাউন্সিলর সাধারণ পদে ১০৫ জন এবং সংরক্ষিত আসনে ২৪ জন মনোনয়ন কিনেছেন। ৬ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টি মনোনীত ইকবাল হোসেন তাপস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সৈয়দ ফয়জুল করিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া স্বতন্ত্র আলী হাওলাদার, সৈয়দ ইসাহাক ও লুৎফর কবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে। বাছাই ১৮ মে। ২৫ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ১২ জুন ভোট অনুষ্ঠিত হবে।
Leave a Reply