1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ - দৈনিক আমার সময়

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪
Exif_JPEG_420
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসিতে পাস করেছে ৮৯ দশমিক ১৩ শতাংশ। এ বছর এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাস করেছে ৮৯.১৩ শতাংশ শিক্ষার্থী। গত বছর ছিলো ৯০.১৮ শতাংশ। এ বছর এই শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ জন। গত বছর পেয়েছিলো ৬ হাজার ৩১১ জন। ১২ মে রবিবার দুপু‌রে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮৭ হাজার ৭৩৪ জন। এবার পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন। তিনি আরো জানান বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১৪৮৯টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২২২টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। মোট পরীক্ষা কেন্দ্র ছিল ১৯৬টি। তবে এ বছর পাসের হারের সা‌থে সা‌থে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com