বরিশাল জেলা পুলিশের আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইনস্ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার), র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহামুদ হাসান, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম। অনুষ্ঠানে বরিশালের সকল পুলিশ ইউনিটের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ক্রীড়া পতাকা উত্তোলন করে এবং অগ্নিশিখা প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি বরিশাল জেলা পুলিশের ক্রীড়া প্যারেড পরিদর্শন করেন। পরবর্তীতে অতিথিবৃন্দ বরিশাল জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মনোমুগ্ধকর ইভেন্ট সমূহ উপভোগ করেন। এখানে গতানুগতিক ইভেন্টের পাশাপাশি নতুন কিছু ইভেন্ট যেমন হার্ডল রেস, কারাতে, সিআরটি (ক্রাইসিস রেসপন্স টিম), ফায়ার রিং জাম্প সহ ইউনিক বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয় যা উপস্থিত সকল দর্শকদের মুগ্ধ করে। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি সহ বিশেষ অতিথিগণ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সন্ধ্যায় বরিশাল জেলা পুলিশ কর্তৃক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বরিশাল জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ সহ বরিশাল জেলার পুলিশ পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠান উপভোগ করে।
Leave a Reply