মুক্তিযুদ্ধে শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, র্যালি এবং আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও ত্রিশ গোডাউন বদ্ধভূমি স্মৃতি ৭১ সকালে সূর্যোদয়ের সাথে সাথে পূস্পার্ঘ অর্পন করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বিএমপি পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিপিএম বার, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকালে বঙ্গবন্ধু উদ্যানে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অভিবাদন গ্রহন করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। রবিবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনী এবং জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। সকাল ৮টায় বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার মোঃ আমন উল আহসান। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু উদ্যানে সীমিত পরিসরে কুচকাওয়াজ এবং শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কীর্তনখোলা নদীর বিআইডবি্লউটিএ ঘাটে নৌ বাহিনীর জাহাজ প্রদর্শন করা হয়। এদিকে দিবসটি পালন উপলক্ষ্যে সকাল ১০টায় নগরীর ওয়াপদা কলোনীর স্মৃতি-৭১ নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সহ সরকারী কর্মকর্তারা। এছাড়া আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহবান জানান সিটি মেয়র ও মহানগর আলীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। পরে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply