বরিশালে ঈদ আনন্দের সাথে চলছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা। শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এবার উৎসবমুখর পরিবেশেই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রার্থী ও ভোটারদের। জানা গেছে, আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে ঈদ আনন্দ ও শুভেচ্ছা বিনিময় একই সঙ্গে চলছে। আ’লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) নগরীর কালু শাহ সড়কের বাসায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় সমর্থকদের সাথে কুশল বিনিময় করেছেন। বরিশাল সিটি কর্পোরেশনের আ’লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ বলেন, নির্বাচিত হতে পারলে বরিশাল বাসীর উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সবই করা হবে। পিছিয়ে পড়া বরিশালকে এগিয়ে নেয়াই আমার লক্ষ্য। এদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, দল আমাকে নমিনেশন দিয়েছে। এখন জনগণ আমাকে এগিয়ে নেবে, এটাই আশা। সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন ২নং কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন হাওলাদার। ভোটের মাঠে নগরীর শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া অন্তত ১ লক্ষ ভোটার তার ভোট ব্যাংক বলে দাবী করেছেন তিনি। নির্বাচন সুষ্ঠ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বিএনপি আনুষ্ঠানিকভাবে অংশ না নিলেও তাদের সাবেক মেয়র আহসান হাবীব কামালের ছেলে ছাত্রদল নেতা কামরুল হাসান রুপম স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেছেন। কামরুল হাসান রুপম বলেন, আশা করি সবাই আমার পাশে থাকবে। আমি এগিয়ে যাব নতুন উদ্যমে। আ’লীগ ও বিএনপি সবার ভোট পাব আমি। এদিকে সব ধরনের সংঘাত এড়িয়ে উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা নগরবাসীর। নগরবাসীর দাবি, নির্বাচনে যেই জয়ী হোক না কেন বরিশালকে যেন উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়। জলাবদ্ধতামুক্ত সুন্দর একটি নগরী যে করতে পারবে, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করা হবে এবার। বরিশাল সিটিতে ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ ভোটার রয়েছেন। সিটি কর্পোরেশন নির্বাচন হবে ইভিএমে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন ভোট সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে ৩০টি ওয়ার্ডে ১২৪টি কেন্দ্রের ভেতরে ও বাইরে এবং সব বুথেও থাকবে সিসি ক্যামেরা।
Leave a Reply