আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, দেশীয় সাহেবরা বিদেশীদের কান ভার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা নাকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে দেশের মানুষের ভাগ্য নিয়ে নালিশ করেছে। দেশের মানুষ সুখে থাকা সত্বেও তারা নালিশ করে এদেশর মানুষ নাকি কষ্টে আছে, অত্যাচারে আছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীন নাগরিক। স্বাধীনতার মূল উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই আদর্শেই দেশের জনগনের ভবিষ্যত জনগন নিজেরাই নির্ণয় করবে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ণয় করবে। তিনি রবিবার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা টি. আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ঋণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে বিধবা ভাতা, ভিজিআর কার্ড, রাস্তাঘাটের উন্নয়নসহ নানামূখী কল্যানকর পদক্ষেপ বাস্তবায়ন করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশে^ মার্যাদার জায়গায় আসন গ্রহন করেছে। বাংলাদেশ এখন সবার কাছে উন্নয়নের রোল মডেল। তিনি সব সময় বাংলাদেশের মানুষের কল্যানের কথা ভাবেন। জননেত্রী শেখ হাসিনার এই অবদানের কারণেই তিনি মাদার অব হিউম্যানিটি বলা হয়ে থাকে। তিনি আরো বলেন, ২০০৬ সালে বিএনপি যখন চলে যায়, তখন বাজেটের পরিমাণ ছিল ৬৫ হাজার কোটি টাকা, আর এখন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বাজেট হচ্ছে ৬ লক্ষ কোটি টাকার উপরে। যা ঋণ বা অনুদানে নয়, বরং দেশের মানুষের টাকায় হয়ে থাকে। তিনি ঋণ গ্রহীতা কৃষকদের উদ্দেশ্যে বলেন, ব্যাংক থেকে প্রাপ্ত ঋণের যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার আহŸান জানান। অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ রাশেদুল কাওসার ভ‚ইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল এহসান খান, কসবা পৌরসভা মেয়র মো: গোলাম হাক্কানী, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, নারী ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য এম এ আজিজ, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম। পরে মন্ত্রী এবি ব্যাংক লি: এর উদ্যোগে স্মার্ট কার্ডের মাধ্যমে ১৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১৭ কোটি টাকার ঋণ বিতরণ করেন।
Leave a Reply