1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বগুড়ায় বিনামূল্যে পুষ্টি বাগানের সামগ্রী পেলো শতাধিক কৃষক - দৈনিক আমার সময়

বগুড়ায় বিনামূল্যে পুষ্টি বাগানের সামগ্রী পেলো শতাধিক কৃষক

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

জেলার নন্দীগ্রামে মুজিব শতবর্ষে ঘর পাওয়া ৬০জন সুবিধাভোগী ও উপজেলার ৫৩ জন ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে পুষ্টি বাগানের সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তদপ্তর অডিটোরিয়ামে গতকাল কৃষকদের মধ্যে এ উপকরণ সহায়তা প্রদান করে।
কৃষি বিভাগ জানায়, কৃষকরা নিজেদের পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বাস্তবায়ন করবে। জনপ্রতি ৯টি ফলের চারা, ৪০ কেজি জৈব সার, ১টি বীজ সংরক্ষণ পাত্র, ১টি সাইনবোর্ড, ১টি পানির ঝাঝরি, ১টি নেট এবং ৩টি সবজি বীজ প্যাকেট বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ কৃষি অফিসার কৃষিবিদ মো.আদনান বাবুর সভাপতিত্বে পুষ্টি বাগানের সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য্য, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নজরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com