আবুল হাসনাত রিন্টু, ফেনী:
ফেনী থেকে ভারতীয় চোরাই কাপড়সহ একজনকে ও একটি পিক আপ আটক করেছে র্যাব-৭ এর ফেনী ক্যাম্প।
বৃহস্পতিবার(৩০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। গ্রেফতার মোঃ শামীম সাগর (২৩) ছাগলনাইয়া থানার দক্ষিণ মটুয়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদে জানা যায়, কিছু লোক বিভিন্ন ধরনের ভারতীয় চোরাই কাপড় একটি পিকআপে করে বিক্রয়ের জন্য ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ঘোনার বাড়ী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ বুধবার ওই স্থানে অভিযান চালিয়ে মোঃ শামীম সাগরকে (২৩) গ্রেফতার করে। তার কাছ থেকে ৬৪৭ পিস চোরাই ভারতীয় শাড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
Leave a Reply