পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের ওপর হামলাকারী প্রধান আসামি সোহেল ও তার চার সহযোগীকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ বরিশাল। সোমবার ৩ এপ্রিল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছের র্যাব-৮ এর মিডিয়া সেল। র্যাব-৮ জানায়, গত ২৮ মার্চ পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভা সদরে ইফতারি বিতরণকে কেন্দ্র করে মারামারি সংগঠিত হয়। যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দায়িত্বরত পুলিশ ফোর্সের উপর দেশীয় অস্ত্রসহ লাঠি, লোহার রড ও পাইপ নিয়ে অতর্কিতে হামলা চালানো হয়। এতে ডিবি পুলিশের এক কর্মকর্তা গুরুত্বর আহত হন। এর প্রেক্ষিতে পরের দিন ২৯ মার্চ মঠবাড়িয়া থানায় ডিবি পুলিশের অপর এক কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, মামলার প্রধান আসামি সোহেলসহ তার অন্যান্য সহযোগীরা ঘটনার পর পরই নিজ এলাকা ত্যাগ করে এবং আত্মগোপনে চলে যায়। তবে র্যাব-৮ বরিশাল ক্যাম্প কৃর্তক গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র্যাব সদর দপ্তর গোয়েন্দা পরিদপ্তরের সহায়তায় মামলার আসামীদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। আসামীদের অবস্থান সনাক্ত করে রবিবার মধ্যরাতে র্যাব-৮ বরিশাল ক্যাম্প এবং র্যাব-৯ সিলেট ক্যাম্প কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার কোতয়ালী থানা এলাকা হতে প্রধান আসামি সোহেল সহ তার ৪ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইলসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলেন মঠবাড়িয়ার চিত্রা এলাকার বাসিন্দা মোঃ সোহেল ওরফে ফল সোহেল ওরফে টোকাই সোহেল (২৭), মিরুখালি রোড এলাকার বাসিন্দা মোঃ বেলাল হোসেন (২৫), খেতাছিড়া এলাকার মোঃ বেলাল ওরফে চায়না বেলাল (২৮), উত্তর মিঠাখালি এলাকার মোঃ লাবলু বেপারী (২৪) ও মোঃ শাহিন মিয়া (২৫)। এর মধ্যে মোঃ সোহেল ওরফে ফল সোহেল ওরফে টোকাই সোহেলের নামে ১৩টি বিভিন্ন ধরনের মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাব।
Leave a Reply