1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট দুর্বার রাজশাহীর - দৈনিক আমার সময়

পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট দুর্বার রাজশাহীর

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

টুর্নামেন্টের আগে অর্ধেক, বাকি অর্ধেকের অর্ধেক টাকা দেয়ার কথা টুর্নামেন্টের মাঝে। এটাই বিপিএলের নিয়ম। কিন্তু ছয় ম্যাচ হয়ে গেছে, ঢাকার পর সিলেট পর্বও শেষ; এখনও কোনো পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এবার পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এর আগে, জার্সি ও কিট ব্যাগ দিতে না পারায় টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায় পদ্মা পাড়ের দলটি।

জানা গেছে, ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়ার কথা ছিল চৌদ্দ জানুয়ারি (মঙ্গলবার)। সেখানে মঙ্গলবার রাতে টিম থেকে জানানো হয়, টাকা দেয়া হবে দিনদুয়েক পরে। তাতেই বেকে বসেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ক্রিকেটারদের তাই সাফ কথা, টাকা না পেলে তারা অনুশীলন করবেন না।

শুধু তাই না, টাকা না পাওয়ায় সিলেট পর্বে একটা ম্যাচে মাঠেও নামতে চায়নি রাজশাহীর ক্রিকেটাররা। পরে অনুরোধে বরফ গলে, আশ্বাস পেয়ে তারা ম্যাচ খেলেন। এমনকি সিলেটে একটা চেকও দেয়া হয়, সেই চেক বাউন্স করে।

বিষয়টি জানতে রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপির সঙ্গে যোগাযোগ করে যমুনা টেলিভিশন। তিনি দাবি করেন, খেলোয়াড়দের বিশ্রাম দেয়া হয়েছে। পারিশ্রমিক না পেয়ে খেলোয়াড়রা অনুশীলন করছেন না, এমন প্রশ্নে তিনি বলেন, এই তথ্য কোথা থেকে পেয়েছেন এই প্রতিবেদক। পরে তিনি বলেন, যে এই কথা বলে তার নাম বললে তিনি ওই ব্যক্তির সাথে কথা বলবেন।

প্রসঙ্গত, টুর্নামেন্টের শুরু থেকেই প্রশ্নবিদ্ধ রাজশাহী। মানহীন ক্রিকেটারের ছড়াছড়ি, এখন সেখানে যোগ হলো প্লেয়ার্স পেমেন্ট ইস্যু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com