1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি - দৈনিক আমার সময়

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বহুল আকাঙ্খিত এই আসরের সূচী ঘোষণা করেছে।

ভারতের গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও একটি সেমিফাইনাল ম্যাচ নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইয়ে অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টের সবচেয়ে আকর্ষনীয় ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচটি ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে আয়োজিত হবে।

ভারত, নিউজিল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সাথে গ্রুপ-এ’র চতুর্থ দল হলো বাংলাদেশ। গ্রুপ-বি’তে আছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
২১ ফেব্রুয়ারি করাচিতে গ্রুপ-বি’র প্রথম ম্যাচে প্রথমবারের মত টুর্নামেন্টে খেলতে আসা আফগানিস্তান মুখোমুখি হবে প্রথম আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার। এই গ্রুপের সবচেয়ে বড় ম্যাচে ২২ ফেব্রুয়ারি লাহোরে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মোকাবেলা করবে।

পাকিস্তানের তৃতীয় ভেন্যু হিসেবে রয়েছে রাওয়ালপিন্ডি যেখানে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে লাহোরে।

যদি ভারত ফাইনালে ওঠে তবে ৯ মার্চের ম্যাচটিও দুবাইয়ে অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। ১৫টি ম্যাচই হবে দিবা-রাত্রির। পাকিস্তান সময় দুপুর ২.০০টা থেকে ম্যাচগুলো শুরু হবে।

আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আবারো ফিরে এসেছে। কিন্তু তারপরও এই আসর নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে স্বাগতিক পাকিস্তান ও আইসিসিকে। বিশেষ করে পাকিস্তানে খেলতে বিসিসিআইর অস্বীকৃতি নিয়ে শেষদিন পর্যন্ত ছিল দু:শ্চিন্তার ছাপ। অবশেষে গত ১৯ ডিসেম্বর আইসিসি ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুমতি দেয়ায় অস্বস্তির অবসান হয়। একইসাথে আইসিসি আরো জানিয়ে দিয়েছে আগামী তিন বছর ভারত বনাম পাকিস্তানের সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই ঘোষনার পরপরই পিসিবি নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেয়।

চ্যাম্পিয়ন্স ট্রফি সূচী :
গ্রুপ এ : পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড
গ্রুপ বি : আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

১৯ ফেব্রুয়ারি : পাকিস্তান বনাম নিউজিল্যান্ড করাচি
২০ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম ভারত দুবাই
২১ ফেব্রুয়ারি : আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা করাচি
২২ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড লাহোর
২৩ ফেব্রুয়ারি : পাকিস্তান বনাম ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
২৩ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি : আফগানিস্তান বনাম ইংলান্ড লাহোর
২৭ ফেব্রুয়ারি : পাকিস্তান বনাম বাংলাদেশ রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি : আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া লাহোর
১ মার্চ : দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড করাচি
২ মার্চ : নিউজিল্যান্ড বনাম ভারত দুবাই

৪ মার্চ : প্রথম সেমিফাইনাল দুবাই
৫ মার্চ : দ্বিতীয় সেমিফাইনাল লাহোর
৯ মার্চ : ফাইনাল লাহোর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com