মোস্তফা কামাল আরিফ,পর্তুগাল প্রতিনিধি:
বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং পর্তুগালের এজেন্সিয়া প্যারা ও ইনভেস্টিমেন্টো ই কমার্সিও এক্সটার্নো (পর্তুগালের বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা-এআইসিইপি) কার্যত 16 মার্চ 2023 তারিখে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠান দুটি, বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জনাব এ.এইচ.এম. আহসান ঢাকায় এবং এআইসিইপির চেয়ারম্যান ও সিইও, লিসবনে লুইস কাস্ত্রো হেনরিকস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের লিসবন প্রান্তে, পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব তারিক আহসান; জনাব ম্যানুয়েল আন্তোনিও গেইরাস, ডিরেক্টর অফ এক্সটার্নাল রিলেশনস অ্যান্ড ফরেন মার্কেটস; মিসেস মারিয়া জোসে আলভারেঙ্গা, ডেপুটি ডিরেক্টর অফ এক্সটার্নাল রিলেশনস অ্যান্ড ফরেন মার্কেটস; মিঃ ড্যানিয়েল পন্টেস, এক্সটার্নাল রিলেশনস অ্যান্ড ফরেন মার্কেটের মার্কেট ম্যানেজার; এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জনাব আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
ঢাকার পক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক জনাব মাহবুবুর রহমান; বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ শাখার মহাপরিচালক জনাব কাজী রাসেল পারভেজ, মিস কুমকুম সুলতানা, পরিচালক (নীতি ও পরিকল্পনা); জনাব মোহাম্মদ শাহজালাল, পরিচালক (পণ্য); জনাব মাহমুদুল হাসান, পরিচালক (টেক্সটাইল); জনাব আবু মুখলেস আলমগীর হোসেন, পরিচালক (ফেয়ার অ্যান্ড ডিসপ্লে) এবং ভার্চুয়াল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন!
উক্ত সভায় বাংলাদেশ ও পর্তুগালের ব্যবসায়িক সমৃদ্ধি আরো বৃদ্ধি পাবে একে অপরের বন্ধু হিসাবে পাশে থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply