1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
নেত্রকোনায় পিকআপ- সিএনজি সংঘর্ষে নিহত ২  - দৈনিক আমার সময়

নেত্রকোনায় পিকআপ- সিএনজি সংঘর্ষে নিহত ২ 

মেহেদী হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
নেত্রকোনায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। ঘটনার পর পিকআপের চালক শিপনকে আটক করেছে পুলিশ। তবে অটোরিকশা চালক পলাতক রয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা সদরের কান্দুলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার গোবিন্দপুর এলাকার রবিন সরকারের ছেলে রমেশ সরকার (৪৮) ও বারহাট্টা উপজেলার মনাস গ্রামের তুলসী দাসের ছেলে আরাধন দাস (৩৬। আহতরা হলেন, ঠাকুরাকোনা গ্রামের জেসমিন ও মুক্তা। আটক পিকআপ চালক শিপন জেলা সদরের ঠাকুরাকোনা এলাকার বর্মন পাড়ার বাসিন্দা।
পিকআপের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায়  সিএনজিচালিত অটোরিকশা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জগামী মাছ বহনকারী পিকআপটি সকালে জেলা শহরের অদূরে নেত্রকোনা শহরগামী যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলে মারা যায়। পরে অপর যাত্রী হাসপাতালে নেওয়ার পর মারা যায়। অপর দুই যাত্রী ঠাকুরাকোনা এলাকার জেসমিন ও মুক্তা গুরুতর আহত হয়। তাদের নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com