নাসিরাবাদ কলেজের আয়োজনে কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি এবং নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সফল সহ-সভাপতি এফবিসিসিআইয়ের সহ-সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জনাব মোঃ আমিনুল হক শামীম সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন । এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.গাজী হাসান কামাল, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ময়মনসিংহ অঞ্চল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিচালক প্রফেসর মোঃ আজাহারুল হকসহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমুখ।
Leave a Reply