নাটোরে বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে আব্দুল কুদ্দুস মিয়াজী ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. মিজানুর রহমান মিজান সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় বড়াইগ্রাম পৌরসভা হলরুমে উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম পিপি, প্রধান বক্তা হিসেবে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, বিশেষ অতিথি হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলু, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বনপাড়া পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র কেএম জাকির হোসেন, বনপাড়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান পূর্ণাঙ্গ কমিটির নাম উপস্থাপন করেন।
Leave a Reply