বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইন সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নরসিংদী জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদের সভাপতিত্বে অত্যন্ত জাঁকজমক ভাবে এই দিবসটি নরসিংদীতে উদযাপিত হয়েছে। জাতীয় আইনগত সহায়তা দিবস ২০ ২৩ উপলক্ষে নরসিংদী জাতীয় আইনগত সহায়তা প্রদান জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে নরসিংদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ এর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা জজ চত্বরে এসে শেষ হয়। পরে জেলা জজ প্রাঙ্গনে জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা করেন। এরমধ্যে জাতীয় আইনগত সহায়তা কেন্দ্রের সহযোগিতায় ন্যায় বিচার প্রাপ্তি দুইজন বিচার প্রার্থী তাদের আইনি সুবিধার কথা প্রকাশ করেন। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক,বিজ্ঞ অতিরিক্ত জেলাও দায়রা জজ এর বিচারক, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল ইসলাম ,জেলা লিগ্যাল এইড এর বিচারক, জেলা প্রশাসনের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম , নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মিজানুর রহমান, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম, অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, জেলা জজশীপের ও ম্যাজিস্ট্রেসীর বিজ্ঞ বিচারকবৃন্দ, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম রিপন, বিজ্ঞ জিপি অ্যাডভোকেট তারেক মোহাম্মদ লুৎফর রহমান ও বিজ্ঞ পিপি ও নরসিংদী জেলা আইনজীবী সমিতির সর্বস্তরের আইনজীবী বৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফা আহমেদ ও পলাশ সরকারি জজ, জেলা লিগ্যালল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ সহ সকল আমন্ত্রিত অতিথি বৃন্দ ,বিচার প্রার্থী অসহায় দরিদ্র মানুষ বিনামূল্য সহজে কিভাবে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তার মাধ্যমে ন্যায়বিচার পেতে পারে সেই বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সমাপ্তির পূর্বে এ বছর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ ২০২৩ এ শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে ৫ জন নারী আইনজীবীকে সম্মাননা স্মারক প্রদান করেন। পাঁচজন নারী আইনজীবের মধ্যে প্রথম হয়েছেন এডভোকেট ফাতেমা বেগম,যুগ্মভাবে ২ জন দ্বিতীয়, যথাক্রমে এডভোকেট ইশরাত জাহান শম্পা ও এডভোকেট মনিরা বেগম,যুগ্মভাবে তৃতীয় ২ জন,যথাক্রমে এডভোকেট আনোয়ারা সিদ্দিকী স্মৃতি ও এডভোকেট কাজী জেসমিন আক্তার পলিন।।
Leave a Reply