২৯ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী-এর সভাপতিত্বে উপজেলার কর্মকর্তা কর্মচারী ও সধীজনদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নদীভাঙন, দ্রব্যমূল্য পরিস্থিতি, জলাবদ্ধতা, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা সহজীকরণ, বাল্যবিবাহ নিরোধ, ডেঙ্গু ও জনস্বাস্থ্য পরিস্থিতি, পলিথিন নিষিদ্ধকরণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, মাদকাসক্তি, মানসম্মত শিক্ষাদান, কর্মসংস্থান পরিস্থিতি, শিশুদের মোবাইল আসক্তির মতো নানান জনগুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থিতি সকলে আলোকপাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, (স্থানীয় সরকারের) উপপরিচালক ও নড়াইল পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক জুলিয়া সুকায়না, লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও লোহাগড়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক মিঠুন মৈত্রসহ লোহাগড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক- শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানান শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।#
Leave a Reply