ঢাকার ধামরাইয়ে (১২ই এপ্রিল ২০২৩ শুক্রবার) যাদবপুর গ্রামের কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম এর নিজ বাড়ি থেকে তার নিজ অর্থায়নে ১ শত পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় প্রতি পরিবারের মাঝে চাল, মসুর ডাল, পেঁয়াজ, তেল, লবণ, চিনি, খেজুর, আলু, মশলা, রসুন ইত্যাদি বিতরণ করেন।
শহিদুল ইসলাম ৩০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি কৃতিত্বের সাথে ঢাকা জেলা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে কর্মরত রয়েছেন।
তিনি যাদবপুর বি এম হাই স্কুল এন্ড কলেজে পড়াশুনা করেছেন, পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিবিএ ও এমবিএ সম্পূর্ণ করেন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ পুলিশ সাইন্স (এমপিএস) বিষয়ে ডিগ্রি অর্জন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, আমি সবসময় আমার চাকরির পাশাপাশি গরীব দুঃখী মানুষের পাশে থাকতে চাই এবং তাদের সুখে-দুখে বিপদ আপদে তাদের পাশে দাঁড়াতে চাই আমি বিগত দিন গুলোতেও যতটুকু পেরেছি তাদের পাশে থেকেছি ।
Leave a Reply