বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল ১০টায় উপজেলার বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজনে “জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে
এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোহার ও নবাগঞ্জের ১৭ টি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।মূলত ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয় শিক্ষার্থীদের ইংরেজির ভাষার প্রতি ভীতি দূর করার জন্য এবং সেই সাথে ইংরেজির প্রতি শিক্ষার্থীদের উৎসাহী করার লক্ষ্যে গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি প্রতি বছরের ন্যায় এ বছর ও প্রতিযোগিতার আয়োজন করেছে বলে জানা যায়।
এছাড়াও ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’ অনুষ্ঠানে পরীক্ষায় অকৃতকার্যতা, ঝরে পড়া, শিশুশ্রম, বাল্য বিবাহের অন্যতম কারণ, শিশুদের পরীক্ষায় অকৃতকার্য হবার প্রধান কারণ হলো ইংরেজির দূর্বলতা, এই সকল সমস্যা সমাধান করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোহার সিডিপি ম্যানেজার শাহরিয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ইঞ্জিঃ নূর উদ্দিন আহমেদ, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক,একলাল উদ্দিন আহমেদ এবং ১৭ টি স্কুলের ১৭ জন ইংরেজি শিক্ষক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গুড নেইবারস্ বাংলাদেশ ১৯৯৬ ইং সাল থেকে সুনামের সাথে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম যেমন: (১) শিশু উন্নয়ন: শিক্ষা, স্বাস্থ্য ও শিশু অধিকার সংক্রান্ত কর্মসূচী (২) নারী উন্নয়ন: নারীদের প্রজনন স্বাস্থ্য সেবা ও সমবায় ভিত্তিক আয় বৃদ্ধি কর্মসূচী (৩) যুবউন্নয়ন: স্থানীয় যুবকদের জন্য কর্মমূখী শিক্ষা ও স্থানীয় স্বেচ্ছাসেবক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Leave a Reply