“পুলিশই জনতা, জনতাই পুলিশ”শ্লোগানকে সামনে রেখে আজকের পুলিশ বাহনীর আগামীর পথ চলা।
কিন্তু আমরা অনেক সময় পুলিশ থেকে দূরে থাকি অজানা ভীতিতে। মনে করি নিজের সমস্যা নিয়ে গেলেও যেন, কি না কি ঝামেলার মধ্যে পড়তে হয়, তাই বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী হয়েও অনেক ক্ষেত্রে পুলিশের সাহায্য সহযোগিতা আমরা গ্রহণ করার জন্য আগ্রহ রাখি না।
যদিও কোনো কোনো ক্ষেত্রে এর ব্যাতিক্রম ঘটে।
দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে, জণগনের জানমালের নিরাপত্তা দিতে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত ওসি আবুল কালাম আজাদ সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে সদা সজাগ দৃষ্টি রাখেন যে চৌকশ পুলিশ অফিসাররা তার মধ্যে এক জন হচ্ছেন এস আই আঃ রশিদ সরকার।
তেঁজগাও জোনের মোহাম্মদপুরে যোগদানের পরে তাকে দেওয়া হয় মোহাম্মদপুরের সব চেয়ে গুরুত্বপূর্ণ এলাকা ৬ নং বিটে, যেখানে জনবহুল ঘনবসতি ও কোলাহলপূর্ণ এলাকা, এ স্থানটি বেড়ীবাঁধ সংলগ্ন হওয়ায় এখানে কিশোর গ্যাংদের উত্থান, মাদক কারকবার, চুরি ছিনতাই রাহাজানি যেন নিত্য দিনের ঘটনা ছিল।
এসআই আঃ রশিদ সরকার এ বিট এলাকায় যোগদানের পরে তা যেন জিরো টলারেন্সের দেখা পাওয়ার মত অবস্থা।
দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এ অঞ্চলটাকে একটা আদর্শিক এলাকায় রুপ দিতে।
এ অঞ্চলের একাধিক ব্যাক্তি, এসআই রশীদ সরকারের ভূয়সী প্রশংসা করে বলে আমাদের এখানে এমন একজন দারোগার দরকার ছিল, আমারা তার কাজকর্মে খুসি।
এসআই রশীদ সরকারের কাছে এলাকার পরিস্থিতি বা আগামীর পরিকল্পনা সম্পর্কে যানতে চাইলে তিনি এই প্রতিবেককে বলেন, এলাকার মানুষ যদি তাদের নিজেদের অস্তিত্ব রক্ষায় সচেতন হয় এবং আমাদেরকে সহযোগীতা করে তা’হলে একটি এলাকা শুধু নয় পুরো দেশটাকেই একটি পরিপূর্ণ ও আদর্শ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব বলে আমি মনে করি।
তবে যতক্ষন জনগণ তার নিজের স্বার্থ সম্পর্কে সচেতন হবে না ততক্ষণ এপর্যন্ত এ জাতী কলুষ মুক্ত হবে না।
Leave a Reply