অনলাইন নিউজপোর্টাল ঢাকা মেইল এর সাংবাদিক শেখ সাইফের বাবা আবুল হোসেন মো. নোমান বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শুক্রবার সকাল ৮টার সময় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আ্যন্ড হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে শেখ সাইফ।
তিনি বলেন, আমার বাবা ১০দিন ডায়াবেটিস, ফুসফুসে নিউমনিয়ায় আক্রান্ত হয়ে আইসিউতে ভর্তি ছিলেন। আইসিইউতে থাকাকালীন আবারও স্ট্রোক করেন।
মৃত আবুল হোসেনের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। ব্যক্তিজীবনে তিনি দীর্ঘদিন সাফদারপুর মুনসুর আলী একাডেমি হাইস্কুলের প্রধান ধর্মীয় শিক্ষক ছিলেন। ২০০৩ সালে তিনি অবসর গ্রহণ করেন।
ব্যতিজীবনে তিনি ৬ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক ছিলেন। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত আবুল হোসেন নিজ গ্রামে ফোরকানীয়া মক্তব ও বিশ্বনবী হাফেজি মাদরাসা প্রতিষ্ঠা করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
আজ বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।
Leave a Reply