মানিকগঞ্জের সিংগাইর থেকে গাড়ী চোর চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
এসময় পুলিশ দুটি চোরাই মিশুক গাড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত গাড়ী দুটির আনুমানিক বাজার মুল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
আটককৃতরা হলো,সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গী এলাকার মোঃ আনছার আলী, তমেজ আলী ও সোরহাব এবং বারেক।
সোমবার (৮ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবির পরিদর্শক আবুল কালাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গী এলাকা থেকে তিন সীট বিশিষ্ট একটি ব্যাটারী চালিত পুরাতন অটো মিশুক গাড়ীসহ প্রথমে মোঃ আনছার আলীকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যানুযায়ী ছয় সীট বিশিষ্ট আরো একটি মিশুক গাড়ীসহ আটক করা হয় আসামী তমেজ আলীকে। এই গাড়িগুলো তারা সোহরাব খান ও বারেকের নিকট থেকে ক্রয় করে। পরে সোহরাব ও বারেককে আটক করা হয়।
এ বিষয়ে সিংগাইর থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply